International

ইউক্রেনের জন্য সর্বকালের বৃহত্তম সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যে

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সর্বকালের বৃহত্তম সামরিক সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে, রাশিয়া যুদ্ধে জিতলে ভ্লাদিমির পুতিন ‘পোলিশ সীমান্তেও থামবেন না’।

ইউরোপীয় নিরাপত্তা এবং রাশিয়ার হুমকি নিয়ে পোলিশ নেতা ডোনাল্ড টাস্ক এবং ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সাথে আলোচনা করতে সুনাক মঙ্গলবার পোল্যান্ড সফর করবেন। এর পের তিনি জার্মানিতে যেয়ে চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গেও দেখা করবেন।

যুক্তরাজ্য কিয়েভকে ৪০০টি সমারিক যান, ১,৬০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ৪০ লাখ রাউন্ড গোলাবারুদ, ৬০টি নৌযান, সেইসাথে অতিরিক্ত ৫০ কোটি পাউন্ড সামরিক তহবিল সহ অত্যাবশ্যকীয় সরঞ্জাম দেয়ার পরিকল্পনা করেছে, যা এই আর্থিক বছরে মোট সহায়তার পরিমাণকে ৩০০ কোটি পাউন্ডে নিয়ে যাচ্ছে।

‘রাশিয়ার নৃশংস উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষা করা আমাদের নিরাপত্তা এবং সমগ্র ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। যদি পুতিনকে এই আগ্রাসনের যুদ্ধে সফল হতে দেয়া হয়, তবে তিনি পোলিশ সীমান্তে থামবেন না,’ সুনাক সফরের আগে বলেছিলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের আমাদের সমর্থন দরকার – এবং তাদের এখন এটি প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্য সর্বদা ইউরোপীয় নিরাপত্তার অগ্রভাগে তার ভূমিকা পালন করবে, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে এবং আমাদের ন্যাটো মিত্রদের পাশে থাকবে।’

ব্রিটেন ফেব্রুয়ারী ২০২২ সাল থেকে ইউক্রেনকে প্রায় ১ হাজার ২০০ কোটি পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে ৭১০ কোটি পাউন্ড সামরিক সহায়তা এবং বাকিটা মানবিক ও অর্থনৈতিক সহায়তার জন্য।

তার ঘোষণাটি আসে যখন মার্কিন প্রতিনিধি পরিষদ, কয়েক মাস স্থবিরতার পরে, অবশেষে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তার ৬ হাজার ১০০ কোটি ডলারের প্যাকেজ অনুমোদন করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button